এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী হিসেবে ইউনুছ হোসেন বিশ্বাসের যোগদান


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি চাঁদপুরের ১৭তম নির্বাহী প্রকৌশলী হিসেবে মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস যোগদান করেছেন। গত ৯ জানুয়ারি তিনি পূর্ববর্তী কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।
মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ^াস রাজবাড়ী জেলার সদর উপজেলার নিমতলা গ্রামে ১৯৭৪ সালের ৩০ জুন মাসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শাহাজউদ্দিন, মাতা জমিরুন্নেছা। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সবার ছোট।
মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ^াস রাজবাড়ী সুরাজমহিয়নী ইন্সটিটিউট থেকে ১৯৮৯ সালে এসএসসি, ১৯৯১ সালে রাজবাড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রুয়েট থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরবতীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এ বিষয়ে মাস্টার্স পাস করেন। তিনি রোডস্ এন্ড হাইওয়েতে কনসাল্টেন্ট হিসেবে চাকুরি জীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা এলজিইডিতে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করে ২০১১ সালে সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। গত বছর ২০১৯ সালে উপ-প্রকল্প পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ঢাকা সদর দপ্তরে কর্মরত ছিলেন। অবশেষে তার কর্মদক্ষতার জন্যে নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন করা হয় এবং গত ৯ জানুয়ারি চাঁদপুর এলইজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি যোগদান করেন।
এর পূর্বেও তিনি এ জেলায় সাড়ে ৪ বছর সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। যে কারণে এ অধিদপ্তরের চাঁদপুর জেলার অনেক উন্নয়ন প্রকল্প এবং বেশ ক’টি বড় ধরনের প্রকল্প তাঁর হাত দিয়ে শুরু হয়। যে কারণে এ অধিদপ্তরের চাঁদপুর জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে তাঁর যোগদানে এ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বেশ খুশি। তাঁর স্ত্রী ফারজানা আক্তার একজন ব্যবসায়ী। তাঁর একমাত্র কন্যা ইফরিত তাসফিয়া স্ট্যান্ডার্ড ওয়ানে অধ্যয়নরত। তিনি এ জেলায় দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।