• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চরভৈরবীতে নির্বাচনি কর্মিসভা, হাইমচরের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

এ কথা বলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২০, ১১:৫০
চাঁদপুর প্রতিনিধি।।
চরভৈরবীতে নির্বাচনি কর্মিসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ
প্রিন্ট

হাইমচর বুরোঃ নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।তিনি গতকাল শুক্রবার বিকালে চরভৈরবী লঞ্চঘাট স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নূর হোসেন পাটওয়ারি নৌকা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীর মাইক ও শাহনাজ বেগমের হাঁস মার্কার সমর্থনে নির্বাচনি কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহবান জানান।

তিনি বলেন, দেশকে আলোর পথে এগিয়ে নিতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় মার্কায় ভোট দিন। কারণ, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা এগিয়ে যায়, আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। তিনি বলেন, গত ১০ বছরে এই হাইমচরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে আবারও নৌককে বিজয়ী করতে হবে। তাহলেও আগামী দিনেও এই হাইমচর আরো অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলাল বলেন, আগামী ১৩ জানুয়ারী নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে এক ও অভিন্ন থেকে দলের স্বার্থে কাজ করতে হবে। মনে রাখবেন আওয়ামীলীগের নেতা কর্মীরা যদি এক থাকে তাহলে এই নির্বাচনে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। তাই সাবাইকে এক থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

রেলীতে পাশে নৌকার প্রার্থীকে নিয়ে নেতৃবৃন্দের গণসংযোগ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন। চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদারের পরিচালনায় বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবর রহমান ভূইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন প্রধানীয়া,রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন বিএসসি, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাওলাদার, আওয়ামীলীগ নেতা নাইমূল করিম টিটু, ইলিয়াস লিটন, নজরুল ইসলাম ফকির, ইউসুফ জোবায়ের শিমূল, উপজেলা যুবলীগ নেতা পারভেজ হাওলাদার, মহিউদ্দিন মোল্লা, আলমগীর কবির বেপারী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সর্দার,দাদন মিয়া প্রধানীয়া, আলমাছ বকাউল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু ইউছুুফ বেপারী,আল আমিন ছৈয়াল, মহিলা আওয়ামীলীগ নেত্রী লায়াল আঞ্জুমানারা বাবু, নাজমা রহমান ও ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত