• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২০, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল ৯ জানুয়ারি বুধবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের সভাপতিত্বে ও ডাঃ আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, ডাঃ ইসমাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ত.ম বোরহান, ছেংগারচর পৌরসভার ১নং প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু।
এ সময় বক্তারা বলেছেন আগামী ১১ জানুয়ারি সারদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাইন্ড) উদ্যাপিত হবে। এ সময় ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটাবাসি ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপজেলার কোনো শিশু যেনো বাদ না পড়ে এ জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছয় হতে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশু ও বিগত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।