• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শীতার্তদের মাঝে ঘাসফড়িং সামাজিক সংগঠনের কম্বল বিতরণ

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২০, ১০:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের বেদেদের নৌকায়, বড় স্টেশন মোলহেড, লঞ্চঘাট, রেল স্টেশন ও সদর হাসপাতালের সামনে এবং পুরাণবাজারের বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরিবদের মধ্যে কম্বল বিতরণ করেছে পুরাণবাজার দাসপাড়া ঘাসফড়িং সামাজিক সংগঠন।
রোববার রাত ২টার দিকে সংগঠনের সদস্যরা চাঁদপুর কোর্ট স্টেশনের শীতার্ত মানুষগুলোর শরীরে কম্বল জড়িয়ে দেন। পরে তারা বেদেদের নৌকায়, মোলহেড, লঞ্চঘাট, রেল স্টেশন ও সদর হাসপাতালের সামনে এবং পুরাণবাজারের বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে শীতার্তরা ঘাসফড়িং সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সদস্যরা বলেন, আমরা যারা ঘরে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে যারা রেল স্টেশন বা নৌকায় রাত কাটায় তারা চরম কষ্টে কাটায় প্রতিটি শীতের রাত। শীত নিবারণের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়সড় হয়ে পড়েছে তারা। যারা সচ্ছল তাদের কাছে শীতের রাত আরামদায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন তখন এসব শীতার্ত মানুষ আপনার অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের সচ্ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন। আসুন সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়। সবাইকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ করছি। সবাই এগিয়ে আসুন। আপনার সামান্য ত্যাগের বিনিময়ে শীতের কষ্ট থেকে মুক্তি পাবে একজন অসহায় মানুষ, একটি দরিদ্র পরিবার।