হাইমচরের নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় তাই করা হবে : ভারপ্রাপ্ত পুলিশ সুপার
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান বলেছেন, হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন ১৩ জানুয়ারি। এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। আমরা কয়েকটি টিম নির্বাচনকে ঘিরে কাজ করছি। এ নির্বাচনকে সুষ্ঠু করতে যা যা করণীয় তাই করা হবে। গতকাল বুধবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন।
ওই সভায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। এখানে ৩১টি ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে ইভিএম পাঠানো হয়েছে। সেখানে যারা ভোটগ্রহণ করবেন তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের প্রশিক্ষণ চলছে। ভোটারদের ভীতি দূর করতে এ প্রশিক্ষণ। আমরা আশা করছি ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।