• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরক্কাবাদ উবির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২০, ২২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।
৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ আহমেদ পাটওয়ারীকে ১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ সময় নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন এ ফলাফল নিশ্চিত করে জানান, ৯জন ভোটার গোপন ব্যালটে নিজেদের ভোট প্রয়োগ করেন। এতে ৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী জানান, স্কুল পরিচালনায় গত ৩০ ডিসেম্বর সোমবার এই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১শ’ ৩৩ জন ভোটার অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গোপন ব্যালটে তাদের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচিত ওই চার প্রার্থী হলেন মোঃ মহীউদ্দিন মিজি, মোঃ আমিনুল আহসান, মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ইব্রাহীম খান। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় দাতা সদস্য হিসেবে ড. মোঃ হাসান খান, শিক্ষক প্রতিনিধি মোঃ কবির আহমদ ওসমানি, মোজাম্মেল হক ঢালী, দীপা পাল এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ছালেহা বেগম নির্বাচিত হয়েছেন। এরাই সভাপতি পদে ভোটার হিসেবে ভোট দিয়ে নব-নির্বাচিত সভাপতিকে আগামী ২ বছরের জন্য নির্বাচিত করেছেন।
এ দিকে জানা যায়, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার এই প্রতিষ্ঠান ছাড়াও সিরাজুল ইসলাম জামে মসজিদ, সিরাজুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, সিরাজুল ইসলাম ঈদগাঁ সোসাইটির প্রতিষ্ঠাতা, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ফরক্কাবাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার বলেন, এ বিজয়ে আমি মহান আল্লাহপাকের কাছে শোকরিয়া আদায় করছি। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবো। এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, অভিভাবক সহ এলাকাবাসীকে পাশে চাই। বিদ্যালয়টির উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
ফলাফল ঘোষণার সময় ফরক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ড. মোঃ হাসান খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল্লাহ পাটওয়ারী, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিমু খানের ছেলে আলী হায়দার খান মিশুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার ফরক্কাবাদ হাইস্কুলে যান। এ সময় এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখান থেকে তিনি বাজার ঘুরে মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বালিয়া ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামেরর সাথে সাক্ষাৎ করেন।