চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ


চাঁদপুরঃ হাতিয়া - ঢাকা গামী এম ভি তাসরিফ-৩ লঞ্চ থেকে আনুমানিক ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে চাঁদপুর কোস্টগার্ড ।
৫ জানুয়ারি আনুমানিক রাত ১টা থেকে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার ইছাহাক আলী( মাস্টার চীপ পেটি অফিসার) এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা এম ভি তাসরিফ ৩ লঞ্চে অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চালিয়ে আনুমানিক ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এসব জব্দকৃত জাটকা ইলিশ কোস্ট গার্ড স্টেশনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
পাশাপাশি বেশ কিছু এতিমখানায় এই মাছ বিতরণ করা হয়। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে