চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন
বর্তমান প্রজন্মকে বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে


‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রজন্ম একাত্তরের ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় মেলা মঞ্চে ছাত্রলীগের সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে ছাত্র রাজনীতির উপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। সভাপতির বক্তেব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা না থাকলে আজকের উন্নয়নের গণতন্ত্র আমরা পেতাম না। দেশ থাকত তলাবিহীন ঝুড়ি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ তেইশ বছরের রাজনৈতিক সংগ্রাম ও নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের এই উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে।
রোমান আরো বলেন, এ দেশের সকল সোনালী অর্জনের অংশীদার ছাত্রলীগ। বর্তমান প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে। আমার বাবা বিমান বাহিনীর চাকুরী ছেড়ে দিয়ে দেশ মাতৃকার টানে চলে এসেছিলেন। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে বাংলাদেশের অবস্থান জানান দিচ্ছে, আজকে নদীর তলদেশ দিয়ে ট্যানেল ও পরমানু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে।
জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জুয়েল তার বক্তব্যে বলেন, আজকের আলোচনা সভায় অামরা আওয়ামীলীগ যুবলীগ নেতৃবৃন্দসহ অনেকেই রয়েছি। আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয় আমরা ছাত্ররাজনীতি করেছি। আমি শিখেছি- আমি নয় আমরা। এ রাজনীতি আমাদের শিখিয়েছে সাধারন মানুষের পাশে থাকবার। আমি ছাত্ররাজনীতি করতে পেরে নিজেকে গর্বিত মনে করি। ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করেছে।
এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগেরে যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস নুরুল হায়দার সংগ্রাম ও মতলব ডিগ্রী কলেজের সাবেক ভিপি আবুল কাসেম পারভেজ।