গণি মডেল স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করলেন ডাঃ জেআর ওয়াদুদ টিপু


চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।নতুন বছরেরর প্রথম দিন গতকাল ১ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার সময় তিনি প্রধান অতিথি হিসেবে এই কর্ণারটি উদ্বোধন করেন। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এ জন্য তিনি শিক্ষকমন্ডলি ও ম্যানেজিং কমিটির কে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হহায়দার চৌধুরী, সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জাকির হোসেন মজুমদার,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, সদস্য সঞ্জীব পোদ্দার, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আনোয়ার হাওলাদারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।