• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর হাইমচরে নৌকার পক্ষে স্পোর্টস ও ইমপোর্টার ব্যবসায়ীদের নির্বাচনি গণসংযোগ

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৯, ১২:৫০
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছে ঢাকাস্থ হাইমচর ও চাঁদপুরের স্পোর্টস এবং ইমপোর্টার ব্যবসায়ীরা। ৩০ ডিসেম্বর সোমবার ঢাকাস্থ হাইমচর উপজেলা ব্যবসায়ীবৃন্দ ও বাংলাদেশ স্পোর্টস গুডস মর্চেন্টস ম্যানুফেকচারারর্স এন্ড ইমপোর্টার এসোসিয়েশন এর ব্যানারে দিনব্যাপী প্রচার, প্রচারণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় তারা স্থানীয় ভোটারদের সাথে সালাম ও কুশল বিনিময় করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নূর হোসেন পাটওয়ারীর পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

নৌকার পক্ষে এই গণসংযোগে নেতৃত্ব দেন, বাংলাদেশ স্পোর্টস গুডস মর্চেন্টস ম্যানুফেকচারারর্স এন্ড ইমপোর্টার এসোসিয়েশনের সভাপতি মো. শামীম পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি ও ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

ব্যবসায়ী সংগঠনটির নেতৃবৃন্দরা জানান, বাংলাদেশের যতো অর্জন, যতো উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গক কয়েক বছরে সারা দেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। চাঁদপুর সদর-হাইমচর আসনের মাটি ও মানুষের প্রিয় নেতৃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুর তথা হাইমচরে যে উন্নয়নে অগ্রযাত্রা চলছে তা অব্যাহত রাখতে হলে উজেলা পরিষদ নির্বাচনেও নৌকা প্রার্থীর বিজয়ের বিকল্প নেই।

নেতৃবৃন্দরা আরো বলেন, ঢাকায় চাঁদপুর-হাইমচরের বহু স্পোর্টস ব্যবসায়ী রয়েছে। অাসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের নির্বাচিত করতে আমরা একত্র হয়েছি। 

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্পোর্টস গুডস মর্চেন্টস ম্যানুফেকচারারর্স এন্ড ইমপোর্টার এসোসিয়েশনের সদস্য ও সাবেক ছাত্র নেতা শেখ হারুনুর রশীদ, সদস্য মো. ইউছুফ খলিফা, সিরাজ ভান্ডারী, হারুনুর রশীদ পাটওয়ারী, ইউছুফ খান, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লক্ষ্মন সরকার, যুবলীগ নেতা খালেকুজ্জামান রণি, মমিন খানসহ আরো অনেকে।