চাঁদপুর নদীর পাড়ের শীতার্ত মানুষের পাশে পুলিশ সুপার ও তাঁর সহধর্মিণী


চাঁদপুরে শীতের তীব্রতা অব্যাহত থাকায় শহরের ডাকাতিয়া নদীর পাড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার ও তাঁর সহধর্মিনী। অসহায় মানুষের গায়ে জরিয়ে দিয়েন কম্বল। চাঁদপুর পুলিশ নারী কল্যান সমিতি (পুুুনাক) এর উদ্যোগে ২৯ ডিসেম্বর রবিবার গভীর রাতে শহরের নদীর পাড়ের বেদে পল্লীতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো: মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: মিজানুর রহমান, পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী মিসেস ফারহানা চৌধুরী, সহ-সভানেত্রী ঝুমা রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (সিপিআই) মো: আব্দুর রব, পুনাকের অধ্যক্ষ শিপ্রা ও রাখি প্রমূখ।
বিঃ দ্রঃ পুনাক, চাঁদপুরের পক্ষ থেকে প্রায় তিন শতাধিকেরও বেশী শীতবস্ত্র বিতরণ করা হয়।