• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভা

পুলিশ সব ভালো কাজের অংশীদারিত্বে থাকতে নিরলস কাজ করছে : ওসি মোঃ নাসির উদ্দিন

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৯, ২০:৪৫
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর  সোমবার বিকেলে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, যারা অপরাধী তাদের ব্যাপারে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে পুলিশকে তথ্য দিন। পুলিশ সব ভালো কাজের অংশীদারিত্বে থাকতে নিরলস কাজ করছে। এখন আর অপরাধ করে পার পাওয়ার সুযোগ শেষ।
তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম অন্য জেলার চেয়ে এ জেলায় প্রশংসনীয়। আমি দেখেছি এ জেলায় মানুষগুলোর ভালো কাজের প্রতি উৎসাহ বেশি। উন্নয়নশীল দেশে পদার্পণ করতে হলে আইনশৃঙ্খলার বিকল্প নেই। আমরা সমাজের সকল অসঙ্গতি দূর করতে কাজ করছি।
চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আব্দুর রব, পৌর কমিটির সহ-সভাপতি ডাঃ মিজানুর রহমান খান, সফিউদ্দিন আহমেদ, শরীফ মোহাম্মদ আশরাফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সামীম আহমেদ খান প্রমুখ।
উপস্থিত ছিলেন ইসমত আরা শাফী বন্যা, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, কোষাধ্যক্ষ ডাঃ বিশ্বনাথ পোদ্দার, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ আয়েশা কবিতা, সদস্য খালেদা খানম,  আকলিমা শিউলি, অভিজিৎ সাহা, রাখি মজুমদার, মাওঃ আহসান হাবিব, সাখাওয়াত হোসেন শাকিল, গোপাল চন্দ্র সাহা, মোঃ খোরশেদ আলম পাটওয়ারী, তানভীর আহমেদ মিয়া প্রমুখ। 

সর্বাধিক পঠিত