• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বড় স্টেশন মোলহেডে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৫১
স্টাফ রিপোর্টার।।
কম্বল বিতরণ করছেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান।
প্রিন্ট

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বড়ষ্টেশন মোলহেডে কম্বল বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এ কম্বল বিতরণ করা হয়। এ ব্যপারে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন অসহায়ের মুখে হাসি ফুটাতে। আমরা জেলা প্রশাসন তাঁরই ভীশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমাদের কাছে প্রচুর পরিমাণে কম্বল রয়েছে। তাই প্রয়োজনে অসহায়দের খুঁজে খুঁজে তাদের কাছে কম্বল পৌঁছাচ্ছি। আমরা শতাধিক কম্বল এখানকার কিছু অসহায় ভাসমান মানুষদের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো কম্বল অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম সহ অন্যান্যরা এই কম্বল বিতরণে সহায়তা করেন।