চাঁদপুর চৌধুরীঘাট ব্যবসায়ি সমিতির নির্বাচন
এবারের নির্বাচনে সভাপতি জাকির লস্কর ও সম্পাদক পদে হারুন নির্বাচিত


চাঁদপুর শহরের ১০নং চৌধুরীঘাট ব্যবসায়ি সমিতির নির্বাচন ২০২০-২১ এ সভাপতি পদে মোঃ জাকির লস্কর এবং সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন হাওলাদার নির্বাচিত হয়েছেন। ২৯ ডিসেম্বর রবিবার পৌর পাঠাগারে উৎসমুখর নির্বাচনের ফলাফলে তারা এ পদে নির্বাচিত হন। নির্বাচন শেষে এক ঘোষণায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ জহিরুল ইসলাম জানান, সভাপতি পদে আম মার্কায় মোঃ জাকির লস্কর ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া এই পদে আনারস মার্কায় মোঃ আলী সিকদার পেয়েছেন ৩৭ ভোট এবং মোমবাতি মার্কায় মোঃ মাসুদ বেপারী পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রজাপতি মার্কায় মোঃ হারুন হাওলাদার ১'শ ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে প্রতিদন্দ্বীতা করা গোলাপ ফুল মার্কার কবির খান পেয়েছেন মাত্র ৪৯ ভোট। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে চশমা মার্কায় মিজানুর রহমান ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদন্দ্বী দোয়াত কলম মার্কা নিয়ে জাকির প্রধানীয়া ৭২ ভোট পেয়ে মাত্র ২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এ দিকে সাংগঠনিক সম্পাদক পদে হারিকেন মার্কায় আলমগীর খান ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদন্দ্বী শামীম ঢালী চেয়ার মার্কা নিয়ে পেয়েছেন ৬৫ ভোট। এছাড়া কমিটির সদস্য পদে কম্পিউটার মার্কায় সাইফুল ইসলাম রতন এবং সিলিং ফ্যান মার্কায় ফারুক হোসেন উভয়ে ১'শ ৯ ভোট করে পেয়ে যথাক্রমে বিজয়ী হয়েছেন। এছাড়া ৩য় সদস্য হিসেবে টিয়াপাখি মার্কায় বিল্লাল হোসেন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তালাচাবি মার্কায় আবুল বাশার পেয়েছেন ৩৮ ভোট এবং ঘড়ি মার্কায় মোঃ মমিন বেপারী পেয়েছেন ৬৫ ভোট। এ দিকে নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচনে সহ-সভাপতি পদে উত্তম ঘোষ ও স্বপন মজুমদার, অর্থ সম্পাদক পদে মানিক ঢালী এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে নাছির হোসেন বিজয়ী হয়েছেন। এই ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি উপহার দিতে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট প্রয়োগ করেন ভোটাররা। আর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক আয়কর উপদেষ্টা অ্যড. শাহ মোহাম্মদ কুদ্দুস।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আয়কর উপদেষ্টা আব্দুল্লা আল ফারুক, ব্যবসায়ী ও আইনজীবী হাবিবুর রহমান লিটু এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মন্জুরুল ইসলাম দায়িত্ব পালন করেন। এ নির্বাচনে কড়া নিরাপত্তা ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউছুফ গাজী, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, পৌর মহিলা কাউন্সিলর শাহনেওয়াজ বেগম, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক ও প্রার্থীদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।