• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪
স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
প্রিন্ট

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মফিজুর রহমানের অভিনন্দন 

চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট চাঁদপুরের কৃতী সন্তান প্রফেসর মোঃ মফিজুর রহমান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমার জন্ম জেলা চাঁদপুর সাংবাদিকতায় অনেক সমৃদ্ধ। এটি আমার জন্যে অনেক আনন্দের এবং গর্বের। আমি চাঁদপুর প্রেসক্লাবে বেশ কবার গিয়েছি এবং এখানকার সাংবাদিকদের সাথে আমার বেশ সখ্যতাও রয়েছে। এখানে অনেক ভালো মানের সাংবাদিক রয়েছেন, যা এখানকার পত্রিকাগুলো প্রমাণ করে। আমি চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। 

শিক্ষামন্ত্রীর অভিনন্দন

চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শুভেচ্ছা বার্তায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমার প্রত্যাশা থাকবে চাঁদপুরের কলম সৈনিকরা প্রগতি, অগ্রগতি ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। সকল অন্যায়, অনাচার ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সবসময় তাঁরা সোচ্চার থাকবেন। আমি সকল সাংবাদিক ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।