• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১২ নং চান্দ্রায় কমিউনিটি পুলিশের আলোচনা সভা

পুলিশের দ্বারে জনগণ নয়, জনগণের দ্বারেই আসছে পুলিশ------ওসি মোঃ নাসিম উদ্দিন

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৪৪
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

সেবা দিতে পুলিশের দ্বারে জনগণ নয়, জনগণের দ্বারেই আসছে পুলিশ। এ সেবা কার্যক্রমকে জানান দিতে ইউনিয়ন ইউনিয়ন সফর করছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। এ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার বিকালে চান্দ্রা ইউপি কার্যালয়ে এ সভা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ওসি নাসিম উদ্দিন বলেন, জনগণকে থানামুখী করার একটি অসাধারণ উদ্যোগ হচ্ছে ‘হ্যালো ওসি’। এ সেবার মাধ্যমে পুলিশ জনতার দূরত্ব আরও কমবে। এতে করে অপরাধীদের বিষয়ে আরও তথ্য পাবে পুলিশ। যা অপরাধ নিয়ন্ত্রণে আরও জোরালো ভূমিকা রাখবে।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মহিউদ্দিন দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জব্বার হোসেন পাটোয়ারীর পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর আব্দুর রব,তদন্ত ওসি মোঃ হারুনুর রশিদ, ইউনিয়ন চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ছালেহ আহমেদ জিন্নাহ, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।