শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে বাগাদীতে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২১:৫১
নিজস্ব প্রতিবেদক


শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে ২৮ ডিসেম্বর শনিবার ৮নং বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে অসহায় দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া ও বর্তমান সভাপতি এবিএম রেজওয়ান, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাছান সাদ্দাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগলু গাজী, সাধারণ সম্পাদক নজরুল গাজি, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ খান সাধারণ সম্পাদক শাহআলম হাজী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা সাংগঠনিক সম্পাদক রাজীব গাজীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দ ীপু মনি এমপি ও তার স্বামীর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়।