• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

একটি ব্রিজের জন্য চান্দ্রা ইউনিয়নের দুটি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে একটি ব্রিজের জন্যে ২টি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের পূর্ব ও পশ্চিম বাখরপুর গ্রামের অসংখ্য মানুষ এ দুর্ভোগের শিকার হচ্ছে। এলাকার কোমলমতি শিশু, কিশোর শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে যেতে হয় নিদারুণ কষ্ট শিকার করে। এ ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকল্পের মাধ্যমে কাজ না করার কারণে বর্ষার সময় কোমর সমান পানি দিয়ে এলাকাবাসীকে পানি ভেঙ্গে যাতায়াত করতে হয়।
চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী ইউপি নির্বাচনের পূর্বে এলাকাবাসীকে এ ব্রিজটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ এ ব্রিজটি নির্মাণ না করায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। যার ফলে তারা অতিষ্ঠ হয়ে এ ব্রিজ নির্মাণের দাবিতে গতকাল বুধবার সকালে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। তারা গতকাল ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার কাছে স্মারকলিপি দিয়েছে।
এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানান, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী এলাকাবাসীর সাথে এ ব্রিজ নির্মাণ করে দিবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন। এলাকাবাসীর দীর্ঘ বছরের দাবি এখানে ব্রিজ-কালভার্ট রাস্তা নির্মাণের কথা বলে ধোকা দিয়ে মানুষের ভোটে জয়যুক্ত হয়ে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি।
খবর নিয়ে জানা যায়, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড  পূর্ব, পশ্চিম বাখরপুরের ২টি গ্রামের মানুষ খুবই অবহেলিত। এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি বিগত বহু বছর যাবৎ। এখানে রাস্তা নির্মাণ তো দূরের কথা একটি ব্রিজের জন্যে হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব ও পশ্চিম বাখরপুর গ্রামের প্রায় ৫ হাজার মানুষের বসবাস। সেখানে একটি খাল পাড়ি দিয়ে বাজারে আসতে হয় সে গ্রামের মানুষদের। কালভার্ট বা ব্রিজ না থাকায় এ খাল পাড়ি দেয়ার জন্যে একটি মাত্র বাঁশের সাঁকো রয়েছে। যা হাজার হাজার মানুষের ব্যবহারে ভেঙ্গে গেলে কিছুদিন পর পরই এলাকাবাসীর নিজ উদ্যোগে (খরচে) মেরামত করতে হয়। এলাকার জনগণ জানান, তারা খুব হতদরিদ্র। নিজেদের পকেটের টাকায় আর কতবার এই সাঁকোটি নির্মাণ করবে তারা। খান জাহান আলী কালু পাটোয়ারী মানুষের এ দুর্ভোগের কথা চিন্তা করে না।
স্কুলপড়–য়া ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি। এ এলাকার মানুষ সরকারের সকল অনুদান থেকে বঞ্চিত। তাদের একটাই দাবি বাখরপুরে  যদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে জনগণের দুর্ভোগ অনেকাংশেই লাগব হবে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় অনেকেই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাই বলে সব বাস্তবায়ন করা কি সম্ভব? বাখরপুরে এ খালটির প্রস্থ বেশি হওয়ায় সেখানে ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেখা যাবে করা যায় কিনা।
এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে গিয়ে এ সমস্যার সমাধান করার ব্যাপারে চেষ্টা করবো।