• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চান্দ্রা বাজারের কোটি টাকা ব্যয়ে নির্মিত ঘাটটি এখন ময়লার ভাগাড়

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দ্রা বাজরের কোটি টাকায় নির্মিত ৩০ ফুট দৈর্ঘ্যরে নদীর ঘাট, যাত্রীছাউনি ও বাজারের টয়লেট এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এককালের প্রমত্তা ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে উঠে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারটি। যেটি এখন পর্যন্ত উপজেলার সবচেয়ে বড় বাজার নামে প্রসিদ্ধ। এক সময় ডাকাতিয়া নদী দিয়ে নৌকার মাধ্যমে ব্যবসায়ীরা নিয়মিত তাদের পণ্য আনা-নেয়া করতো। এজন্যে ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের পাশে চান্দ্রা বাজারের নদীর পাশেই প্রায় কোটি টাকায় নির্মিত ৩০ ফুটের দৈর্ঘ্যরে নদীর ঘাট, যাত্রীছাউনি, বাজারের টয়লেট, নৌকা হতে মালামাল উঠা-নামার ঘাটটি নির্মিত হয়। কিন্তু কালের বিবর্তনে নদী দখলের কারণে এবং কচুরিপানার জটের কারণে প্রায় বন্ধ হয়ে গেছে নৌকা দিয়ে পণ্য পরিবহন। আর এ সুযোগে বাজারের লোকজন স্থানটিকে ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন হিসেবে ব্যবহার শুরু করে। দিনে দিনে এটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা জমতে জমতে এখন এটি একটি সড়কে পৌঁছেছে। এখান দিয়ে নাক চেপে পথচারীদের চলাচলের দৃশ্য দেখা যায়। গুরুত্বপূর্ণ সড়কের পাশে আবর্জনার এ স্তূপে ভোগান্তিতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। আবার যানবাহন চলায় যাত্রীদেরও দুর্গন্ধ সহ্য করতে হয়।
স্থানীয় ব্যবসায়ী ও দোকান কর্মচারী সুজন বলেন, ময়লার দুর্গন্ধে দোকানের সার্টার বন্ধ রাখতে হয়। দোকানের মালিক চেয়ারম্যানকে এ ব্যাপারে বললেও তিনি কর্ণপাত করেননি।
স্টাইল টেইলার্সের কর্মচারী মনোয়ার হোসেন বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধ সহ্য করে ব্যবসায়িক কাজ পরিচালনা করতে হয়। এতে মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। আমরাও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহসান হাবীব নেভী বলেন, ঘাটটিকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা দুঃখজনক। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দীর্ঘদিন চেয়ারম্যানকে বলেও লাভ হয় না। সরকারের দেয়া প্রকল্পগুলো ময়লা-আর্বজনার ভাগাড়ে পরিণত হয়েছে।