বাবুরহাট বাজারের ভেতরেই গরু জবাই ॥ দুর্গন্ধ ও মশার উপদ্রব


চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে অনিয়মের কারণে এর পরিবেশগত অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বাবুরহাট বাজারে গরু জবাইয়ের নির্দিষ্ট স্থান থাকার পরেও বাজারের মধ্যেই মাংস বিক্রির স্থানের পাশে গরু জবাইয়ের ফলে বাজারে দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রব বেড়েই চলছে। বাজারের প্রায় সকল মাংস ব্যবসায়ীই কোনো কোনো দিন রাতের বেলায় বা দিনের আলোতেও প্রকাশ্যেই বাজারের মধ্যে গরু জবাই করছে। যার ফলে জবাইকৃত গরুর বর্জ্য ড্রেনে জমে মারাত্মক দুর্গন্ধ সৃষ্টির সাথে সাথে মশার উপদ্রব বেড়ে যায়। বাজারের মধ্যে গরু জবাইয়ের ফলে দুর্গন্ধে ব্যবসায়ীরা দোকানে বসে ঠিকমত তাদের ব্যবসা পরিচালনা করতে পারছে না। ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়টি দেখেও না দেখার ভান করছেন বলে জানান কয়েকজন ব্যবসায়ী।
ব্যবসায়ীরা আরো জানান, বাজারের মাংস বিক্রেতারা বিভিন্ন সময় বাজারে আগত ক্রেতা সাধারণের সাথে খারাপ আচরণ করে থাকে এবং মাংস বিক্রির দোকানের পাশে রাস্তা দিয়ে স্কুল কলেজগামী ছাত্রীদের তারা ইভটিজিং করে। ব্যবসায়ীরা জানান, এদেরকে এ বিষয়ে বারণ করলে এরা আরও বেশি করে করে এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে বিধায় এখন আর কেউ প্রতিবাদ করে না। বিষয়টি নিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি কেনো চুপ রয়েছে এমন প্রশ্ন এখন সবার মুখে। বাজার ব্যবসায়ীরা চান যেহেতু গরু জবাইয়ের নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানেই গরু জবাই করা হোক। তাহলেই বাজারের পরিবেশ নষ্ট হবে না এবং দুর্গন্ধ হবে না। তাই বাজারের ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে গরু জবাইয়ের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।