৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন


‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ ও ৪১তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা পিএএ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোস্তাক হায়দার চৌধুরী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী, পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মোতাহের হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল হাসান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় রেল যোগাযোগ ব্যবস্থা ও বায়ু প্রবাহ কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি প্রদর্শন করে।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌ দুর্ঘটনা এড়ানোর আধুনিক কৌশল সমৃৃদ্ধ জলযান, বৈশ্বিক উষ্ণায়ন রোধ, আদর্শ নগরায়ন, রেইন ওয়াটার হার্ভেস্টিং বজ্র নিরোধক, পরিবেশ সংরক্ষণে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, জলবিদ্যুৎ ও জলবায়ু রক্ষা ভূমিকম্পে পূর্বাভাস, পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজেক্ট সকল অতিথির নিকট তুলে ধরেন।