• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিমের ইন্তেকাল

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক)  ডাঃ মোঃ আনোয়ারুল আজিম গতকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর।
জানা যায়, ডাঃ আনোয়ারুল আজিম ১৯৬২ সালের ২৫ আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালের ১২ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি একমাত্র কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী ডাঃ শাহনাজ বেগম হীরাও পেশাগতভাবে একজন চিকিৎসক। তিনি সপরিবারে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
ডাঃ আনোয়ারুল আজিম ২০১৮ সালের ৮ মার্চ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে চাঁদপুরের কর্মস্থলে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে দায়িত্বে ছিলেন।
গতকাল ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় খিলগাঁও জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ ২২ ডিসেম্বর রোববার সকাল ১০টায় মরহুমের জন্মস্থান ফেনী জেলার ফুলগাজী উপজেলার নিজ বাড়িতে ২য় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে ডাঃ মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদ শুনে তাঁর জীবনের শেষ কর্মস্থল ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সকল কর্মকর্তা-কমচারীর মাঝে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক তাঁরা সকলে তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের প্রথম জানাজায় অংশ নেয়ার উদ্দেশ্যে হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের নেতৃত্বে ঢাকা রওনা দেন। আজ বাড়িতে দাফন কাজেও তারা অংশ নেবেন বলে জানা গেছে।
ডাঃ আনোয়ারুল আজিমের উপর স্মৃতিচারণ করে হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল বলেন, আমার কর্মজীবনে এই হাসপাতালে ডাঃ আনোয়ারুল আজিমের মতো এতো ভালো তত্ত্বাবধায়ক পাইনি। তিনি অত্যন্ত সদালাপী, সজ্জন এবং মেধাবী ও সৎ মানুষ ছিলেন। তিনি তাঁর সহকর্মীদের সাথে এমনভাবে সুন্দর ব্যবহারের কারণে কোনো সহকর্মীর পক্ষে তার দায়িত্ববোধ এড়িয়ে যাওয়ার সুযোগ ছিলো না। তিনি এ হাসপাতালে যোগদানের পর তাঁর সহকর্মীদের প্রতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ কখনোই করতেন না। তাঁর এ আচরণের কারণে হাসপাতালের চিত্র পাল্টে গেছে। সাধারণ জনগণ চিকিৎসা সেবা না পাওয়ার কোনো অভিযোগ নেই। তিনি হাসপাতালেই থাকতেন, ঘুরে ঘুরে খোঁজ-খবর নিতেন। আমি মনে করি, আমার পেশার একজন সৎ ও অমায়িক অফিসারকে হারিয়ে আমাদের জন্যে অপূরণীয় হলো। সৃষ্টিকর্তা তাঁকে বেহেশতবাসী করুক এ দোয়া করি। শোকাহত পরিবারের প্রতি রইলো আমার সমবেদনা।
আঃ আনোয়ারুল আজিমের মৃত্যুতে চাঁদপুরের চিকিৎসক সমাজসহ গোটা স্বাস্থ্য বিভাগে  শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কমচারী। এছাড়া জেলা বিএমএ ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা সমবেদনা জানানো হয়।
সনাকের শোক
টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর-এর পক্ষ থেকে ডাঃ মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।