শিক্ষামন্ত্রীর শোক


২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় বলেন, ডাঃ আনোয়ারুল আজিম ছিলেন অত্যন্ত সজ্জন, সদালাপী এবং কর্মঠ চিকিৎসক। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেনো তাঁকে বেহেশত নসিব করেন। পাশাপাশি তাঁর পরিবারকে এ শোক কাটিয়ে উঠার মতো মানসিক শক্তি যেনো আল্লাহ দান করেন সেই দোয়া করছি।
একই সাথে ডাঃ দীপু মনি চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ^াস আশীষের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার সদ্গতি কামনা করেন।
উল্লেখ্য, দেবাশীষ বিশ^াসের মা সুচিত্রা বিশ^াস গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় পরলোকগমন করেন।