বিজয় দিবসের আলোচনা সভায়
২০২১ সালে আমরা বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত হবো : জেলা প্রশাসক


চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরির কাজ করছেন। তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, এ জেলার বাসিন্দা হিসেবে আপনারা অনেক গর্বিত, কারণ আপনাদের দু’ কৃতী সন্তান দেশের স্বাধীনতা সংগ্রামে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, মহান মুক্তিযুদ্ধে এ জেলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। জাতীয় পর্যায়ের মুক্তিযুদ্ধের সংগঠকও এ জেলার কৃতী সন্তান। অতএব আমরা যারা এ জেলায় চাকুরি করছি তাঁরা সৌভাগ্যবান, আর আপনারা এ জেলার বাসিন্দা হিসেবে আরো বেশি সৌভাগ্যবান।
তিনি আরো বলেন, অর্থনৈতিক অগ্রগতিতে সারাবিশে^ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আজ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে বাণী বিভিন্ন সংবাদ পত্রে ছাপা হয়েছে তা আপনারা দেখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন দেশে শিক্ষার হার ৭৩%-এ উন্নীত হয়েছে, যা সারাবিশ্বের মধ্যে বিরল ঘটনা, দারিদ্র্য হ্রাসের হার ২১%-এ নেমে এসেছে। এভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ২০২১ সালে আমরা বিশে^ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে রূপান্তরিত হবো।
তিনি আগামী ১০ জানুয়ারি থেকে জাতির জনকের শততম জন্মবার্ষিকী পালন বিষয়ে বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো দেশে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বাঙালি জাতি তা সঠিকভাবে উদ্যাপন করে বিশ^কে দেখিয়ে দিতে চাই। আর এজন্যে বাংলাদেশের সাথে ইউনেস্কো একটি চুক্তি করেছে, বিশে^র সকল দেশে ইউনেস্কোর মাধ্যমে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করা হবে। তিনি সর্বোপরি দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেয়ার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয়মেলার মঞ্চে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) দাউদ হোসেন চৌধুরীর সভাপ্রধানে এবং বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম বার, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয়মেলার স্মৃতিচারণ উপ-কমিটির সদস্য সচিব ইয়াকুব মাস্টার, স্টিয়ারিং কমিটির মহাসচিব ব্যাংকার মহসীন পাঠান। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম বার বলেন, সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা বাঙালী জাতি বীরের জাতি, আমাদের আর দাবিয়ে রাখা যাবে না। সত্যি সেদিন বঙ্গবন্ধু বাঙালির হৃদয়কে চিনতে পেরেছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কাজে হাত দেওয়ার শুরুতে স্বাধীনতা বিরোধীদের ইন্ধনে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করে ২৫টি বছর আমাদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমরা পুলিশে চাকুরি করছি, মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রতিটি মুহূর্তে লালন করে কাজ করছি। আসুন আমরা এদেশটাকে মুক্তি যুদ্ধের চেতনায় গড়ে তুলি।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং বিজয় উৎসব উদ্যাপনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।