• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁসক অধ্যক্ষ ড. এএসএম দেলোয়ার হোসেন

কলেজ ক্যাম্পাসে অচিরেই মুক্তিযোদ্ধা ছাত্রদের নামফলক ও জাতির জনকের ম্যুরাল স্থাপন করা হবে

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন করে চাঁদপুর সরকারি কলেজ। কলেজের অডিটোরিয়ামে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিনের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক, চাঁদপুর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়–য়া এবং বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, একাদশ বিজ্ঞানের শিক্ষার্থী বর্ষা এবং মানবিকের শিক্ষার্থী অনির সঞ্চালনায় সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. এএসএম দেলোয়ার হোসেন বলেন,  নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অভিষিক্ত হয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও আর্তমানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে হবে। তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর সরকারি কলেজের বহু শিক্ষার্থী প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। তাঁদের নামে একটি নামফলক কলেজের আঙ্গিনায় স্থাপন করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছি। এছাড়াও চাঁদপুর সরকারি কলেজের আঙ্গিনায় অচিরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয় ইতঃমধ্যেই এ উদ্যোগ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শামছুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ওয়াহিদুজ্জামান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ।
আলোচনা সভার পর মহান মুক্তিযুদ্ধের উপর রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর সরকারি কলেজ শাখার সূচনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সবশেষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর সরকারি কলেজ শাখা এবং রোভার স্কাউটস্ চাঁদপুর সরকারি কলেজ শাখার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দুপুরে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজন হয় শিক্ষকদের প্রীতি ভলিবল ও শিক্ষার্থীদের ভলিবল প্রতিযোগিতা। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত