• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই ॥ ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৯, ১৪:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণে অগ্নিকা-ে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর ভোর ৪টায় উপজেলার নায়েরগাঁও বাজারের মাছ বাজার ও ফল পট্টিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
সরজমিনে গেলে বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল ১৪ ডিসেম্বর ভোর ৪টায় নায়েরগাঁও বাজারে কর্মরত পাহারাদার মোঃ ওয়ালিউল্লাহ বাজারের ফল পট্টিতে কেশব মাঝির স্বর্ণের দোকানে আগুন দেখে ডাক-চিৎকার দিলে বাজারের পাশে বসবাসরত বাসিন্দা ও ব্যবসায়ীগণ ছুটে আসে। পরে মসজিদের মাইকে অগ্নিকা-ের ঘোষণা দিলে আশপাশের এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে অগ্নিকা-ের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও দাউদকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের দু’টি দল ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেশব মাঝির ফ্যাশন স্বর্ণ শিল্পালয়, মোহাম্মদ আলীর ফলের দোকান, ইব্রাহীমের মুদি দোকান, আঃ সাত্তারের মুদি দোকান, আব্দুল কুদ্দুসের মুদি দোকান, সুখচানের চায়ের দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে যায়। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে অগ্নিকা-স্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।       
এদিকে অগ্নিকা-স্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।