• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অধ্যাপক জাকির হোসেনের মাতৃবিয়োগ

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের পরিসংখ্যানের অধ্যাপক মোঃ জাকির হোসেনের মা রওশন আরা বেগম (৮২) আর বেঁচে নেই। তিনি চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডস্থ ‘বন্ধন’ নিবাসে গত শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, দুই মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন  রেখে গেছেন। তার মৃত্যুর খবরে প্রতেবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
গতকাল শনিবার বাদ জোহর মরহুমের জানাজা চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন গোর-এ-গরিবা মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম মাওঃ খোরশেদ আলম। জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে তার স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে মরহুমার স্বামী একেএম সেকান্দর আলী ইন্তেকাল করেন।  তিনি বাংলাদেশ রেলওয়ের পরিচালক (গার্ড) ছিলেন।