• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন কর্মসূচির আওতায় ফরিদগঞ্জে তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া তখন আরো গতিশীল হবে যখন দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিজ কর্মক্ষেত্রে আরো বেশি সফলতা দেখাতে পারবে। তাদের কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের কর্মস্পৃহা বাড়ানো সম্ভব হলে এবং তারা নিজেরা আরো বেশি সফলতার দিকে এগিয়ে যেতে সক্ষম হলে তবেই এদেশ দ্রুত উন্নত দেশের সারিতে পৌঁছতে সক্ষম হবে। তার জন্যে প্রান্তিক জনগোষ্ঠীর এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।
উপজেলা সমাজসেবা অফিস জানায়, উপজেলার বিভিন্ন স্থানে কর্মরত কামার, কুমার, নাপিতসহ প্রান্তিক জনগোষ্ঠীর ৪৫ জনকে নিয়ে প্রকল্পের আওতায় তিনদিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তাদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে জীবন নির্বাহে আরো গতিশীলতা আনয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত