• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে সহায়তা প্রদান

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৯, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে সহায়তা দিয়েছেন। গত ক’দিন আগে আগুনে ক্ষতিগ্রস্ত হয় এ ৩ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। গত সোমবার প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ টাকা, ঢেউটিন ও কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম রেজা।
জানা যায়, সম্প্রতি উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ী আব্দুর রহিম প্রধানীয়া ও এরশাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান। এ দু ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৯ হাজার করে মোট ১৮ হাজার টাকা, ৩ বান্ডেল করে মোট ৬ বান্ডেল ঢেউটিন এবং গত শনিবার রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সওদাগর পাড়ায় আফসার উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় তাকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডেল ঢেউটিন ও ২টি কম্বল দেয়া হয়।