নূরুল আমিন রুহুল এমপির সাথে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির মতবিনিময়


চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুলের সাথে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সকলকে কাজ করতে হবে। আগামী ৪ জানুয়ারি বণিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সকল বণিকের প্রতি আহ্বান জানিয়েছেন। এ নির্বাচনে যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না হয় সেদিকে বাজারের সকল ব্যবসায়ীকে নজর রাখতে হবে। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি প্রার্থী আলহাজ্ব কাজী নাসির উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি প্রার্থী চন্দন সাহা, সফিকুল ইসলাম, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল ফরাজী, মোঃ শহিদ উল্লাহ প্রধান, মোঃ সফিকুল ইসলাম, গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার সরকার লিখনসহ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, দেওয়ান মোঃ পারভেজ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ নেতৃবৃন্দ।