• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল। গতকাল ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, প্রচার সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ বাদল, মতলব পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবুল বাশার পারভেজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, চন্দন সাহা, গোলাম মোস্তফা, দেওয়ান মোঃ পারভেজ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ নেতৃবৃন্দ। এ সময় শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত