• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর আসছেন

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মাননীয় শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি সরকারি সফরে আজ চাঁদপুরে আসবেন।
তাঁর একান্ত সচিব ড. আব্দুল আলীম খান জানান, শিক্ষামন্ত্রী আজ নদীপথে বেলা ১০টা ৫০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। বেলা ১১টায় তিনি জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এবং সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ বিজয়মেলা-২০১৯-এর শুভ উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১২টা চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। দুপুর ১টায় তিনি টেকনিক্যাল স্কুলের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ডাঃ দীপু মনি উপরোক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেলা ৩টা ৪০ মিনিটে চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।