আজ চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৪৫তম অভিষেক
প্রধান অতিথি শিক্ষামন্ত্রী


রোটারী ক্লাব অব চাঁদপুরের অভিভাবকত্বে প্রতিষ্ঠিত রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের আয়োজনে আজ ৬ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে ৪৫তম অভিষেক অনুষ্ঠান ও প্রাক্তন রোটার্যাক্টরদের সম্মাননা উদ্যাপন হতে যাচ্ছে। রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট-৩২৮২-এর প্রথম রোটার্যাক্ট ক্লাবের এ আনন্দঘন মুহূর্তে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের এমপি ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নাছির উদ্দিন আহম্দে, মেয়র, চাঁদপুর পৌরসভা; ডাঃ এস এম সহিদ উল্যাহ, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বায়ক কমিটি। বহুমাত্রিক এ আয়োজনের প্রধান উপদেষ্টা হিসেবে সকল পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন রোটাঃ কাজী শাহাদাত, পিএইচএফ। উক্ত অনুষ্ঠানে চাঁদপুরসহ অত্র ডিস্ট্রিক্টের প্রায় সবক’টি রোটার্যাক্ট ক্লাবের ১শ’ ৫০ জন সাবেক ও বর্তমান রোটার্যাক্টর উপস্থিত থাকবেন। অত্র অভিষেক অনুষ্ঠানে চাঁদপুর রোটারী অঙ্গনের সম্মানীত সদস্য, সাবেক রোটার্যাক্টর, সকল বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদেরকে ক্লাবের বর্তমান সভাপতি ও সচিব আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে রোটারী ক্লাবের বর্তমান সভাপতি, সচিব, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যানসহ সকল রোটারিয়ানবৃন্দকে অক্লান্ত পরিশ্রমের জন্য আয়োজক কমিটি ধন্যবাদ জ্ঞাপন করেছে।