নারী নির্যাতন প্রতিরোধে ফরিদগঞ্জে অরেঞ্জ ক্যাম্পেইনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান
আসুন নারী নির্যাতন মুক্ত অরেঞ্জ ফরিদগঞ্জ গড়ার মাধ্যমে আমরা উন্নত দেশ গঠনে এগিয়ে যাই


‘নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং নারী নির্যাতন প্রতিরোধে সকল জনগোষ্ঠীকে এক ও ঐক্যবদ্ধ করার অংশ হিসেবে ফরিদগঞ্জে নারী নির্যাতন বিরোধী অরেঞ্জ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান। এ সময় তিনি বলেন, আমরা অরেঞ্জ ফরিদগঞ্জ করতে চাই। এর জন্য আমাদের বাল্যবিবাহ, ধর্ষণ, যৌন হয়রানিসহ সকল ধরনের নারী নির্যাতন বন্ধ করতে হবে। কারণ একটি জাতিকে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করতে হবে। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশের সারিতে যাওয়ার লক্ষ্যে যে লড়াই করছে, তার অনেকটাই নারীদের কর্মদক্ষতার কারণে। তাই তাদেরকে গৃহে বন্দী করে বা ঘরে রেখে আমাদের উন্নত দেশের সারিতে যাওয়া সম্ভব নয়। এজন্যে আমাদের নারী-পুরুষ সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা পরিবারে বিশ্বাসী বলেই আমাদের প্রত্যেকেরই সংসার রয়েছে। সেখানে সামান্য ঝুট ঝামেলা বা ঝগড়া হতেই পারে। তবে আমাদের মনে রাখতে হবে তা যেন নির্যাতন পর্যায়ে না যায়। একই সাথে স্বামী-স্ত্রী যখন কোনো বিষয় নিয়ে আলোচনা বা বাদানুবাদ করি, তখন যেন অবশ্যই শিশুদের সামনে না করি। কারণ শিশুরা এসব কিছু ফলো করে।
তিনি আরো বলেন, এক সময় নারীদের অসহায় ভেবে তাদের উপর অনেক অত্যাচার ও অবিচার করা হতো। কিন্তু দিন পাল্টাচ্ছে, নারী নিজেরাই সমাজে কর্মসহ সকল কিছুতেই এগিয়ে আসছে। তারা সচেতন হচ্ছে। ফলে কিছুটা হলেও নারী নির্যাতন হ্রাস পেয়েছে। তবে আমরা পরিপূর্ণভাবে নারী নির্যাতন মুক্ত দেশ গড়তে চাই। তাই আসুন আমরা সকলে মিলে ফরিদগঞ্জ থেকেই এই যাত্রা শুরু করি। নারী নির্যাতন মুক্ত অরেঞ্জ ফরিদগঞ্জ গড়ার মাধ্যমে আমরা উন্নত দেশ গঠনে এগিয়ে যাই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান এবং ইএএলজি প্রকল্পের জেলা সমস্বয়ক নুরু উদ্দিন মামুন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি উপস্থিত নারী-পুরুষ সকলকে নারী নির্র্যাতনবিরোধী শপথবাক্য পাঠ করান।