• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী উদ্বোধক আইজিপি

২৭ ও ২৮ ডিসেম্বর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগপূর্তি অনুষ্ঠান

আইজিপিকে আহ্বায়ক করে প্রাক্তন ছাত্রকল্যাণ ট্রাস্ট গঠনের ঘোষণা

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের ২য় পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দু’ দিনব্যাপী এ জাঁকজমকপূর্ণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে উদ্যাপন কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ উল্লাহ মাস্টার অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।  তিনি বলেন, এ বিদ্যালয়টি চাঁদপুর জেলার মধ্যে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২য়। এ বিদ্যালয়টি বোর্ড কর্তৃক অনুমোদিত ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্য পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ বিদ্যালয়ের অনেক কীর্তিমান ছাত্র দেশের বিভিন্ন সেক্টরে উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন এবং এখনো আছেন। এ বিদ্যালয়ের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, এর আগেও ২০০০ সালে আমরা ১শ’ বছর পূর্তি উদ্যাপন করেছি। তবে দুর্যোগের কারণে সে অনুষ্ঠানটি আমরা সফলভাবে সম্পন্ন করতে পারিনি। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠানটি সফল করতে আশাকরি আল্লাহ আমাদের সহায় হবেন এবং আবহাওয়া ঠিক থাকলে আপনাদের সহযোগিতা নিয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় জেলায় স্মরণ হয়ে থাকার মতো একটি অনুষ্ঠান করতে পারবো। তিনি আরো জানান, ১০ যুগপূর্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি ফান্ড করবো। যার দ্বারা আমরা মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেবো। এছাড়া আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারীকে আহ্বায়ক করে একটি প্রাক্তন ছাত্র কল্যাণ ট্রাস্ট গঠন করবো।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও বর্তমান অধ্যক্ষ মোশারেফ হোসেন, প্রাক্তন ছাত্র অ্যাডঃ জহিরুল ইসলাম, শেখ আব্দুল হাই, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী, সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, আলম পলাশ, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ ও সহ-সভাপতি কেএম মাসুদ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ আবদুল হাই, শেখ নজরুল ইসলাম, মোঃ শহীদ খান,  মোঃ মনির হোসেন গাজী, শাহআলম মজুমদার নান্নু, মাসুদুর রহমান মাসুদ, মোঃ সেলিম খান, মাহবুবুর রহমান জুয়েল, মোঃ বিল্লাল হোসেন খান, গাজী মোঃ শাহাবুদ্দিন, মোঃ মামুন মাল, মোঃ আক্তার হোসেনসহ বিদ্যালয়ের সাবেক ছাত্রবৃন্দ।

 

সর্বাধিক পঠিত