• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইউএনও হিসেবে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা সামলাচ্ছেন স্বামী-স্ত্রী

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বামী-স্ত্রীর একই জেলার দু উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নতুন ইতিহাস গড়লেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। গত ৩ নভেম্বর কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দীপায়ন দাস শুভ যোগদানের একমাস পর গত ১ ডিসেম্বর শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের কারণে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জন্ম নেয়া দীপায়ন দাস শুভ দীপায়ন ৩১তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ২০১৩ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম যোগদান। সর্বশেষ তিনি বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে কচুয়া উপজেলায় বদলী হয়ে আসেন।
অন্যদিকে গত ১ ডিসেম্বর শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরগুনা জেলার বামনা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষিরা জেলার তালা উপজেলার সন্তান তিনি। ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৩ সালে পিরোজপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগে সহকারী কমিশনার হিসেবে এবং ফুলবাড়িয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
জেলার দুটি উপজেলার সর্বোচ্চ এ দুই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জনক-জননী।

 

 

সর্বাধিক পঠিত