• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ৬ নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিটি ইউনিটে কমিটি হবে সন্ত্রাস, মাদক ও দুনীতিমুক্ত ------ ডাঃ জে.আর ওয়াদুদ টিপু

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০৭
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ জে.আর ওয়াদুদ টিপু

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী রাজনীতি করতে গিয়ে সব হারিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি ইউনিটে সন্ত্রাস, মাদক ও দুনীতিমুক্ত কমিটি গঠন করতে হবে, যারা মাদকের সাথে জড়িত, এবং দলে যাতে কোন অনুপ্রবেশকারী কেউ যাতে নেতা হয়ে দলে ঢুকতে না পারে, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করতে হবে। যাদেরকে যোগ্য মনে হবে, তাদেরকেই দলের নের্তৃত্বে আনা হবে। কোন প্রকার বোধাবেধ রাখা যাবেনা। যাকে দলের জন্য মনোনীত করা হবে, তার নেতৃত্বেই সকলেক কাজ করতে হবে। কিছু লোক বিভিন্ন সময় এক একটা গুজব ছড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তাদের থেকে সচেতন হতে হবে, শেখ হাসিনার আমলে দেশ উন্নয়নের রুল মডেলে পরিনত হয়েছে। তিনি আরো বলেন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিগুলো করার সময় আমরা নারীদেরকে অধিকতর গুরুত্ব দিব। মাদক ও অন্যান্য অপকর্মের সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। বিএনপি ও জামায়াতের সাথে সম্পর্ক রেখে অনেকে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই ধরণের ব্যাক্তির সমস্যাগুলো তাদের নিজেরই, এগুলো দলের নয়। ওয়ার্ড পর্যায়ের যাদেরকে নেতৃত্ব নির্বাচন করবেন, তাদেরকে যাচাই করে দেখতে হবে। যাতে করে তারা আমাদের দলীয় নির্বাচনগুলোতে ভূমিকা রাখতে পারে। আর যারা বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশ করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। 

ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী ও সাবেক সাধারন সম্পাদক মোঃ বোরহান বেপারির পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক আহসান উল্লাহ আখন,  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমান,আওয়ামীলীগ নেতা জুয়েল ঢালী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজী। 

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল আজিজ খান বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিদা বেগম, উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান,  সাধারন সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন মৃর্ধা।