ফরিদগঞ্জে মাদকবিরোধী থ্রি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
মাদকের ভয়াবহতা থেকে উত্তরণের উপায় হলো খেলাধুলা ও সুস্থ বিনোদন : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান


ফরিদগঞ্জের নিবৃত আলোর শিখা সংগঠন আয়োজিত মাদকবিরোধী থ্রি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে, এ সমস্যা থেকে উত্তরণের উপায় হলো খেলাধুলা ও সুস্থ বিনোদন। আজকে যুবকরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে অবশ্যই মাদক থেকে দূরে থাকবে।
সংগঠনের উপদেষ্টা মোশারফ কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ বেগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডঃ মাহাবুব আলম, বুলবুল আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সরকার দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।