• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা রাইস মিলস মালিক সমিতির নতুুন কার্যকরি পরিষদ

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ | আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:১০
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

চাঁদপুর জেলা অটো মেজর এন্ড হাসকিং রাইস মিলস্ মালিক সমিতির ২০১৯ নতুন কার্যকরি পরিষদের কর্মকর্তা সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়েছে। 

গত ৩০ নভেম্বর'২০১৯ সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির কার্যকরি পরিষদ গঠনকল্পে সমিতির কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতভাবে সমিতির কার্যকরি পরিষদের কর্মকর্তা নির্বাচিত করা হয়।

নির্বাচিতরা হলেনঃ- ১। সভাপতি - মোঃ আবদুর রহিম সরকার, 

                                ২। সহ-সভাপতি - নকীবুল ইসলাম চৌধুরী, 

                                ৩। সাধারন-সম্পাদক - মোঃ মাইনুল ইসলাম কিশোর, 

                                 ৪। যুগ্ম সাধারন-সম্পাদক - বিপ্লব কুমার গোপ  

                                 ৫। কোষাধ্যক্ষ - মোঃ শাহ আলম (বাদশা)।