চাঁদপুর পুরাণবাজারে 'বিট পুলিশিং' কার্যক্রমের উদ্বোধন


চাঁদপুর শহরে এই প্রথম বারের মত অপরাধ নির্মূলে 'বিট পুলিশিং' কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পুরাণবাজার ট্রাকঘাটে কমিউনিটি পুলিশি অঞ্চল-২ এর কার্যালয়ে বিট নং-৭ এর কার্যক্রম উদ্বোধন করা হয়। ইন্ডাস্ট্রিজ এলাকা, ব্যবসায় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ন স্থাপনাগুলোর অপরাধ নিয়ন্ত্রনে কাজ করবে এই বিট পুলিশিং। এলাকার অপরাধ প্রবনতার স্থান চিহ্নিত করা এবং এলাকায় বড় বড় অপরাধিদের অপরাধ চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহন করাই হচ্ছে বিট পুলিশিং কার্যক্রমের মূল উদেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন,জনগণের কাছে কার্যকর সেবা পৌঁছানোর পাশাপাশি পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে চালু হয়েছে ‘বিট পুলিশিং। পুরাণবাজার কমিউনিটি পুলিশিং কার্যক্রম অনেক ভাল।ব্যবসায়িক এলাকা হিসেবে তাই আমরা এখান থেকেই বিট পুলিশিং কার্যক্রম শুরু করার উদ্যেগ নিয়েছি। কমিউনিটি পুলিশ সদস্যরা বিট পুলিশিং কার্যক্রমকে সহায়তা করবে। তবে বিট পুলিশিং নিয়ে একজন পুলিশ সদস্য কাজ করবে। তিনি আরও বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তার জন্যই মুলত তৈরি হয়েছে বিট পুলিশিং।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সদ্য পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও চাঁদপুর সদর মডেল থানার ওসি অপারেশন আব্দুর রবের পরিচালনায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশ অঞ্চল-২ এর সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, কমিউনিটি পুলিশ অঞ্চল-২ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, চাঁদপুর চেম্বার অব কর্মাসের পরিচালক গোপাল সাহা প্রমুখ।
ব্যবসায়ি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশের টহল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন
বিট কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই লিটন চন্দ্র সিংহ।