কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০ এর উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’
পুলিশ জনতা একসাথে কাজ করলে অপরাধ দমন করা কঠিন নয় : ওসি মোঃ নাসিম উদ্দিন


কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর উদ্যোগে ও সদর মডেল থানার আয়োজনে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর ৪নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদিতে অঞ্চল-১০-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, যারা অপরাধ করে তারা কোনো দল বা ধর্মের নয়। অপরাধী তার বড় পরিচয়। তাই তাদের বিরুদ্ধে জনতা সর্বদা সোচ্চার থাকতে হবে। পুলিশ ও জনতা একসাথে কাজ করলে অপরাধ দমন করা কঠিন নয়।
তিনি বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই ¯েøাগানকে ধারণ ও বাহন করে কমিউনিটি পুলিশিং। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আপনার যারা কমিউনিটি পুলিশিংয়ের সাথে জড়িত আছেন, সকলেই পুলিশ বিভাগের সাথে সম্পৃক্ত। আপনারা সবাই রাষ্ট্রের সুনাগরিক।
তিনি আরো বলেন, অপরাধ জগতের অপরাধীরা বেশির ভাগই বহিরাগত। তারা এ শহরে কোনো না কোনো জায়গায় বাসা-বাড়া নিয়ে থাকছেন। তাদের দমন করতে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা জরুরি। ইতিমধ্যে আমরা কয়েকটি অঞ্চলের ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করেছি। যা অনলাইনের মাধ্যমে করা হয়েছে। দেশের যেকোনো জায়গা থেকেই এ তথ্য মনিটরিং করা যাবে।
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১০-এর সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সদর মডেল থানার কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আবদুর রব, অঞ্চল-১০-এর সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন্না, অঞ্চল-১০-এর সদস্য মোঃ রফিকুল ইসলাম, ২নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম আরিফ, ৩নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ১নং মহল্লার সাধারণ সম্পাদক মোঃ জাকির বেপারী, ৫নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মুন্সী, সদস্য আবদুল বাতেন ও মহিলা সদস্য মাহমুদা খানম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল-১০-এর সহ-সভাপতি মোঃ বাবুল পাটওয়ারী, রেজাউল করিম বিপ্লব, মোঃ হুমায়ন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল মুন্সী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত আহমেদসহ অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।