• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান অতিথি পুলিশ সুপার মাহবুবুর রহমান

চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৫তম অভিষেক

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৯, ১২:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ ২৯ নভেম্বর শুক্রবার ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৫তম অভিষেক অনুষ্ঠান ‘প্রেরণা’ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় পুরাণবাজার ডিগ্রি কলেজে ক্লাবের ২০১৯-২০ বর্ষের বোর্ড অব ডিরেক্টরস্ অনুষ্ঠানে অভিষিক্ত হবেন। এছাড়া অনুষ্ঠানে ২৫ জন কৃতী এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হবে। রাতে প্রাক্তন রোটার‌্যাক্টরদের পুনর্মিলনীও অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান ডাঃ এসএম সহিদ উল্লাহ, রোটারী জেলার সাবেক রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি সৈয়দ তারেক ও রোটারিয়ান পিপি কাজী শাহাদাত।
চাঁদপুর রোটারী ক্লাবের রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান অ্যাডঃ পলাশ মজুমদার, চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটার‌্যাক্টর প্রশান্ত কুমার সাহা নিশান ও সচিব রোটার‌্যাক্টর বিশ্বজিৎ সাহা আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।