চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন
সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে : নূরুল ইসলাম নাজিম দেওয়ান


‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার যৌথ আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের হানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ উন্নত হওয়ার পাশাপাশি আমাদের চাহিদাও বেড়েছে। সরকার পর্যায়ক্রমে মানুষের প্রত্যেক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। গ্রামে স্কুলগুলোর পাকা ভবন হয়েছে। বহু সড়ক পাকা হয়েছে। হাতের কাছে প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন। বছরের শুরুতে আপনাদের সন্তানের হাতে বই তুলে দেয়া হচ্ছে। সরকারি প্রত্যেকটি সংস্থার সেবা এখন আপনাদের হাতের কাছে। সকলের হাতে হাতে এখন স্মার্টফোন। যার সুবাদে ঘরে বসেই এখন চিকিৎসাসহ অনেক ধরনের সেবা গ্রহণ করতে পারছেন। সরকারের তথ্য মন্ত্রণালয় আপনাদের খুব নিকটে এসে সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরছে। আমরাও আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে আপনাদের সকল সুবিধা ও সেবা দেয়ার জন্যে কর্মকর্তাদের তত্ত¡াবধান করছি।
তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন। একসময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের নামের পাশে মায়ের নাম ছিলো না। শেখ হাসিনার উদ্যোগে এখন সন্তানের নামের পাশে মায়ের নামও বসে। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ সকল ভাতার ব্যবস্থা করেছেন এবং তা বৃদ্ধিও করছেন। মুক্তিযোদ্ধাদের বর্তমান সরকার সর্বোচ্চ সম্মান দিয়েছে। আসুন, আমরা সরকারের সকল কাজে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেই।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপ্রধানে ও সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার।
উপস্থিত ছিলেন রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ সাইদুল ইসলামসহ হানারচর সপ্রাবির সভাপতি, অভিভাবক সদস্য, নারী ও পুরুষ অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার পূর্বে সরকারের নানামুখী অর্জন ও সচেতনতামূলক একাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বলেন, তথ্য জানা আপনাদের অধিকার। আর এজন্য আমরা আপনাদের অতি নিকটে এসে সরকারের অর্জন আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাচ্ছি। আপনারা কোনো ধরনের গুজবে কান দিবেন না। কোনো ধরনের সমস্যায় পড়লে সরকারি জরুরি নম্বরে কল দিবেন। আমরা সকলে সচেতন হয়ে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ ইয়াছিন।