• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সম্পাদক পদে জাকির- মোরশেদের ব্যাপক শো -ডাউন

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৯, ১০:৪৮ | আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১২:৩৮
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার ২৭ নভেম্বর বিকেলে নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি নেতাকর্মিদের উদ্দেশ্যে  বলেন, বাগাদীর সম্মেলন খুবই প্রাণবন্ত হয়েছে। মনে রাখতে হবে,বঙ্গবন্ধু আদর্শে আমাদের সবাইকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের স্বার্থে সু-শৃঙ্খল এবং এক থাকতে হবে। দলের মধ্যে কোন বিভাজন সৃষ্টি করা যাবেনা। যাতে কোন অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামীলীগ ভোগে নয় ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী। যারা আওয়ামীলীগ করেন তাদের এই নীতি ও আদর্শ নিয়ে চলতে হবে। আমাদের অনেক যোগ্য লোক রয়েছে কিন্ত দলীয় নিয়ম অনুযায়ী একজনকে সভাপতি ও একজনকে সাধারন সম্পাদক করা হবে এবং সবাই দলীয় সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  আবু নঈম পাটওয়ারী দুলাল, সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারন সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও  উপজেলা  ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি।


ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নজরুল ইসলামের  সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিদা বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন নান্নু মিজি, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন খান ভুট্টো, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পারুল বেগম প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহমেদ কাকন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, সহ অন্যান্য অতিথি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায় নেতাকর্মি । দ্বিতীয় অধিবেশনে বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে নজরুল ইসলাম ও ইব্রাহিম খলিল লিটন, সাধারন সম্পাদক প্রার্থী মোঃ জাকির হোসেন খান, মোরশেদ আলম মিয়া ও বিল্লাল হোসেন এর বিষয়ে সম্মেলনের সম্মানিত ডেলিগেটবৃন্দের মতামত গ্রহন করা  হয়। এর মধ্য সাধারন সম্পাদক পদে মোরশেদ আলম ও জাকির খান কেউ কারো নাহি ছাড়ে।নেতৃবৃন্দের দৃষ্টি আকৃষ্ট করতেএই দুই প্রার্থীর শো-ডাউন ছিল চোখে পড়ার মত। 

বিঃ দ্রঃ- সভাপতি ও সাধারন সম্পাদক ডাঃদীপু মনি এমপির সঙ্গে আলাপ করে পরবর্তীতে কমিটি ঘোষনার কথা জানান উপজেলা নেতৃবৃন্দ।