• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক

আর্তমানবতার সেবার আদর্শে চাঁদপুর রোটারী ক্লাব অনন্য : ধর্ম সচিব মোঃ আনিসুর রহমান

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০১৯, ১৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠান।  গতকাল ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্লাবের ২০১৯-২০ রোটারী বর্ষের বোর্ড অব ডিরেক্টররা উক্ত অনুষ্ঠানে অভিষিক্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব থেকে পোলিও নির্মূলের মাধ্যমে রোটারিয়ানরা আজ সারাবিশ্বে প্রশংসিত। একইভাবে এখন তারা স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করছেন।  প্রত্যেক রোটারিয়ান মানবসেবায় এগিয়ে আসলে আমাদের সমাজের সমস্যাগুলো দূর হতে বেশি সময় লাগবে না। তিনি বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরকে সেবা কার্যক্রমের মাধ্যমে  এগিয়ে নেয়ার ক্ষেত্রে চাঁদপুর রোটারী ক্লাব বিশেষ ভূমিকা রেখে চলেছে। আর্তমানবতার সেবার সুমহান আদর্শে উজ্জীবিত হোক চাঁদপুর রোটারী ক্লাব এ কামনা করে রোটারী ক্লাবের নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক কমিটির চেয়ারম্যান রোটাঃ ডাঃ এসএম সহিদউল্লাহ পিএইচএফ। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শেখ মোঃ মনঞ্জুরুল কাদের সোহেল। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ ও রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন রোটাঃ পিপি মোহাম্মদ গোলাম মোস্তফা, রোটাঃ পিপি মফিজ উদ্দিন সরকার, রোটারী ক্লাব অব চাঁদপুরের সদ্য বিদায়ী সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবুসহ অন্যরা। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রোটারী ক্লাবের সম্পাদক রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন। অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর রোটারী ক্লাব সৃষ্টির ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির সহধর্মিণী সালমা সুলতানাসহ অন্যান্য অতিথি ও সকল পর্যায়ের রোটারী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর রোটারী নিয়মে আনুষ্ঠানিকতা চলে। অতিথিদের চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।