ফরিদগঞ্জে বুলবুল ভেঙ্গে দিয়েছে অসহায় নাজমার বসতঘর


ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে ল-ভ- হয়ে গেছে অসহায় নাজমা বেগমের বসতঘর। ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী গ্রামে ঘূর্ণিঝড়ের বাতাসের তা-বে ঘরের পূর্ব পাশে থাকা একটি বড় রেইনট্রি গাছ পড়ে ঘরটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘরের মধ্যে পরিবারের সদস্যরা থাকলেও ভাগ্যক্রমে সবাই বেঁচে যায় ।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বামী পরিত্যক্তা অসহায় নাজমা বেগম তার বসত ঘরের ল-ভ- হওয়া মালামাল গুছানোর কাজে ব্যস্ত। এ সময় নাজমা কান্নাকাটি করে বলেন, মানুষের বাসা-বাড়িতে কাজ করে চলে তার সংসার। ২ ছেলে ও প্রাপ্তবয়স্ক এক মেয়ে নিয়ে তার স্বপ্নের সংসারটি চলছিলো। একমাত্র মেয়েকে বিয়ে দেয়ার জন্যে গত ৩মাস পূর্বে স্থানীয় একটি এনজিওর কাছ থেকে লোন নেয়া ছাড়াও পাড়া প্রতিবেশীর সহযোগিতায় প্রায় দেড়লাখ টাকা খরচ করে নাজমা দোচালা টিনশেডের বসতঘরটি নির্মাণ করে। ঘর নির্মাণের পর দেনার দায়ে জর্জরিত নাজমার শেষ আশ্রয় স্থলটুকু দুমড়ে মুচড়ে দিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পৌর প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান জানান, ঘূর্ণিঝড়ে নাজমা বেগমের বসতঘরটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে বিকেলে দেখতে গেছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অসহায় নাজমার বসত ঘরের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মিজানুর রহমান জানান, অসহায় নাজমার বসত ঘরটি ভেঙ্গে যাওয়ার খবরটি গতকাল নিশ্চিত হয়েছি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ভুক্তভোগীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে আবেদন দাখিল করতে বলা হয়েছে।