শহরের মোলহেডে দুর্যোগপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসক


ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চাঁদপুরের দুর্যোগপূর্ণ পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান। শনিবার সকাল ১১টায় তিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে চাঁদপুরের তিন নদীর মিলনস্থান শহর রক্ষাবাঁধের মোলহেড এলাকা
পরিদর্শন করেন ।
এসময় তিনি সেখানে অবস্থান করা পর্যটক,যাত্রী সাধারন, জেলে, নৌকার মাঝিসহ আশপাশের মানুষকে সচেতন করেন সর্তক থাকার পরামর্শ দেন। জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, এখনো পর্যন্ত চাঁদপুরের আবহাওয়া থমথম অবস্থায় রয়েছে। তাই কী হয় সেটি বলা যাচ্ছে না। এখন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে হাইমচর উপজেলা ও চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকা পরির্দশন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, ইউপি চেয়ারম্যান আব্দুর ছাত্তার রাড়ীসহ , ইউপি সদস্যগণ।
এসময় জনসাধারণ ও জেলেদের ঘূর্ণিঝড় "বুলবুল" সম্পর্কে সচেতন করা ও নিরাপদ স্থানে বা সাইক্লোন সেন্টারে থাকার পরামর্শ প্রদান করা হয়।