কচুয়ার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাসের সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাব সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার, আজীবন সদস্য আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, হাবীব উল্যাহ হাবীব, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু।
এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজন পোদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোঃ মহসিন হোসাইন, ক্রীড়া সম্পাদক শান্ত চন্দ্র ধর, কার্যনির্বাহী সদস্য সফিকুল ইসলাম মোল্লা, আলী আক্কাস তালুকদার, ইসমাইল হোসেন বিপ্লব ও সায়েম মৃধা উপস্থিত ছিলেন।