ফরিদগঞ্জে দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ


ফরিদগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান অভিযানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে উপজেলা আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা ডাকবাংলা থেকে এই মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, যারা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইয়াবা ও চোরাকারবারীর সঙ্গে জড়িত তাদের আপনারা তালিকা তৈরি করুন। উপযুক্ত বিচারের জন্যে প্রশাসনের হাতে তুলে দিন। আপনারা সতর্ক থাকুন। যারা বর্তমান সময়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবে তারা মোস্তাকের বংশধর। প্রধানমন্ত্রীর বিরোধিতা করার জন্যে বর্তমানে একদল সক্রিয় ভূমিকা পালন করছে। আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকুন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নির্দেশনায় জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, সদস্য সুইট, সবুজ আলম, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক এসএম সোহেল, ফিরোজ আলম, ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য নান্টু মিজি, রাছেল মেম্বার, এমরান, ছাত্রলীগ নেতা শাকিল, আবির, রাব্বি প্রমুখ।