পুরাণবাজার আখন বাড়ি হোছাইনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ


পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী ডাঃ আব্দুল হাই আখন বাড়ি হোছাইনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ নভেম্বর রোববার মাদ্রাসা প্রাঙ্গণে বাদ জোহর মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, গজলসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
বাদ এশা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী ও ডাঃ আব্দুল হাই আখনসহ অতিথিবৃন্দ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি ও পীরে কামেল ফুলছোঁয়া।
প্রধান বক্তা হিসেবে বয়ান করেন চট্টগ্রাম হাট হাজারী মাদ্রাসার মোহতামিম বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ আল্লামা আহমদ শফি (মাঃ জিঃ)-এর খলিফা মুফতী ওমর ফারুক সন্দ্বীপী (দাঃবাঃ)। এছাড়া বয়ান করেন চাঁদপুর চিশতিয়া জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ হাবীবুল্লাহ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার মোহতামিম মাওঃ হারুনুর রশিদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি রাসেল আখন্দ, ফয়সাল শেখ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আখন বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ আব্দুল্লাহ, মাওঃ মাসুম বিল্লাহ, মাদ্রাসার শিক্ষক হাফেজ জাকির হোছাইন, মাওঃ আবুল কাশেম, হাফেজ আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমীরে শরিয়ত হযরত মাওঃ মোহাম্মদুল্লাহ হাফেজী হুজুর (রাঃ)।